Wellcome to National Portal
Main Comtent Skiped

Chairman

মোঃ জিল্লুর রহমান এ্যাডভোকেট

চেয়ারম্যান
জেলা পরিষদ, কিশোরগঞ্জ।

যোগদানের তারিখ : ২৯-১২-২০২২খ্রি.

মোবাইল নম্বর : ০১৭১৬০১৮৬৭৮

সকল প্রশংসা মহান আল্লাহর

জেলা পরিষদ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দ্বি-শতাধিক বৎসরের পুরোনো  এ প্রতিষ্ঠান বাংলাদেশ তথা ভারতবর্ষের আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ  ভূমিকা রেখে আসছে। অতি প্রাচীন এ প্রতিষ্ঠান নিকট অতীত হতে রাজনৈতিক নেতৃত্ববিহীন, কেবলমাত্র সরকারি কর্মকর্তা দ্বারা পরিচালিত হয়ে আসছে । একটি কথা অনস্বীকার্য যে, যে  কোন দেশের উন্নয়নের নেতৃত্ব নিতে হবে নির্বাচিত নেতৃবৃন্দকে । তবেই সুষম উন্নয়নের ছোঁয়া পাওয়া যাবে। জেলা পরিষদ বিগত বহু বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি বিহীন অবস্থায় পরিচালিত হয়ে আসছে । জেলা পরিষদের এই কান্ডারীহীন অবস্থা অনুধাবন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে জেলা পরিষদকে আরো কার্যকর করে তোলার লক্ষ্যে, জেলার উন্নয়ন কর্মকান্ডে  নেতৃত্ব প্রদানের উদ্দেশ্যে জেলা পরিষদে জেলার ত্যাগী, সৎ দুর্নীতিমুক্ত, অবিতর্কিত রাজনৈতিক নেতৃত্বকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রদান করেছেন। আমরা বিশ্বাস করি জেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এটি প্রাথমিক সোপান ।

জেলা পরিষদের জেলার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে । জেলা পরিষদের উপজেলা পরিষদ পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প সমন্বয়  ও পর্যালোচনা করার ক্ষেত্রে ভূমিকা সহ পাঠাগার স্থাপন , জনপথ, কালভার্ট, ব্রীজ নির্মান, রক্ষনাবেক্ষন, বৃক্ষরোপন, খেলার মাঠ সৃজন, খেয়াঘাট ব্যবস্থাপনা, ডাকবাংলো ব্যবস্থাপনাসহ উপজেলা পরিষদ ও পৌরসভাকে সহায়তা ও উৎসাহ প্রদানের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্র রয়েছে। এ ছাড়াও জেলা পরিষদ শিক্ষা, সংস্কৃতি, সমাজ-কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, জনস্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন সহ জেলার অধিবাসীদের ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধনের ক্ষেত্রে কাজ করা, ভূমিকা রাখার দায়িত্বাবলীর মধ্যে বিবেচিত হলেও পরিষদের যথাযথ নেতৃত্বের অভাবে পরিষদ তার উপর অর্পিত দায়িত্বভাব অনেকাংশে যথাযথভাবে পালন করতে পারেনি । বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আস্থার জায়গা থেকে জেলা পরিষদের নেতৃত্ব তথা জেলার উন্নয়নের নেতৃত্ব দেয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তা আমি প্রতিপালনে সর্বাত্নক চেষ্ঠা চালাবো, এ ক্ষেত্রে আমার প্রয়াসের বিন্দুমাত্র ঘাটতি হবেনা – এ অঙ্গিকার আমি কি‌শোরগঞ্জ জেলাবাসীকে দিতে চাই। আজ যদিও আমরা অনির্বাচিত কিন্তু জেলার উন্নয়নের নেতৃত্বের ক্ষেত্রে যে রাজনৈতিক নেতৃত্ব কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছি,অমার দৃঢ় বিশ্বাস কালের পরিক্রমায়,উন্নয়নের ক্ষেত্রে আমাদের স্থাপিত দৃষ্টান্ত এবং সর্বশেষে জনগনের চাহিদার কারনেই জেলার উন্নয়নে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচিত জন প্রতিনিধিগন আসবেন এবং জনগনের আশা আকাংখা পূরণ করবেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বিশ্বাস, যে আস্থার অবস্থান থেকে আমার উপর কিশোরগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব তথা কিশোরগঞ্জ জেলার উন্নয়নের নেতৃত্ব প্রদানের দায়িত্ব তুলে দিয়েছেন তা যেন আমি যে কোন প্রকার ভয়, ভীতি, লোভ লালসা, প্রলোভন, দূনীতি, স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে পালন করতে পারি এ প্রার্থনা আমি সর্বশক্তিমান মহান আল্লাহ তালার কাছে করছি । একই সঙ্গে আমার সামগ্রীক কর্মকান্ড জেলার প্রতিটি সরকারী/আধাসরকারী/স্বায়ত্বশাসিত/বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগীতার প্রত্যাশা করছি । পরিশেষে আমি কিশোরগঞ্জ জেলার সকল কৃষক, মজুরসহ শ্রেণী পেশা নির্বিশেষে সকল কিশোরগঞ্জবাসীর দোয়া এবং সহযোগীতা কামনা করছি ।

জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ,জয় শেখ হাসিনা, জয় হোক মেহনতী সকল মানুষের।